এইচএসসি পরীক্ষায় এ বছর সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। এছাড়া এবার বোর্ডের পুরোনো রেকর্ড ভেঙে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৭১ শিক্ষার্থী।
যদিও সিলেট বোর্ড গত বছরের তুলনায় পাসের হারে পিছিয়েছে। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৭৩১ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল ফলাফল প্রকাশ করেন।
তিনি বলেন, এবছর সিলেট বোর্ডে মোট ৬৬ হাজার ৪৯১ শিক্ষার্থী অংশ নিয়ে ৫৪ হাজার ১২২ জন পাস করেছেন। পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। এবার অতিবন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের ফলাফল একটু খারাপ হয়েছে। তবে ২০১৯ এর ফলাফলের তুলনায় এবছর ফলাফল অনেক ভালো হয়েছে। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৯৪ জন। আর পাসের হার ছিল ৬৭ দশমিক ০৫ শতাংশ।