জাবি প্রতিনিধি : আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) অনুষদগুলোর ডিন নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোট ছয়টি অনুষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই অনুষদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বাকি চারটি অনুষদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে নানা আলোচনা চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে। অনুষদগুলোর ডিন পদে সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষা ও গবেষণায় অগ্রগামী শিক্ষকদের দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষকরা।
রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হবে। প্রতিটি অনুষদের আলাদা ব্যালট বক্স থাকবে। নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি।’