The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জায়েদ খানকে ১২ লাখে কিনলে সঙ্গে ছাগল ফ্রি!

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ পরাগলপুর গ্রামে নিরব এগ্রো ফার্মে তিন বছর ধরে লালন-পালন করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ‘জায়েদ খান’ নামের ষাঁড়টিকে।

এটি লালন-পালন করছেন রমজান আলী বাচ্চু ও আনোয়ার হোসেন।

লাল রঙের শাহিওয়াল জাতের ষাঁড়টি ডিগবাজি দেয় বলে নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। ওজন প্রায় ৯৫০ কেজি। দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা।

তবে ষাঁড়টির সঙ্গে একটি ছাগল ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক। তবে দরকষাকষির মাধ্যমে দাম কমানোর সুযোগ রয়েছে।

রমজান আলী বাচ্চু বলেন, গম, ভুট্টা, সবুজ ঘাস ও ফলমূল খাওয়ানোর মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটাতাজা করা হয়েছে ষাঁড়টি। সময়মতো খাবার না পেলে রেগে যায় ‘জায়েদ খান’। এই ষাঁড়টির খাবার ও দেখাশোনার জন্য দৈনিক প্রায় ৫০০ টাকা খরচ করতে হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ গণমাধ্যমকে জানান, খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার ৫০ হাজার ৭৩৯টি পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে ২২ হাজার ৪১৩টি ষাঁড় ও বলদ, ১৪ হাজার ১৫২টি গাভি, চার হাজার ৬১১টি মহিষ, ৯ হাজার ৫৬৩৫টি ছাগল ও ভেড়া রয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.