The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

জাম্বিয়ায় মিললো বিশ্বের সবচেয়ে বড় পান্না

আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলীয় দেশ জাম্বিয়া। জাম্বিয়ার একটি খনিতে দেড় কেজিরও বেশি ওজনের একটি পান্নার সন্ধান পাওয়া গেছে।

গত বছরের জুলাই মাসে জাম্বিয়ার কপারবেল্ট প্রদেশের কাজেম খনি থেকে রত্নপাথরটি আবিষ্কার করেন ভারতীয় ভূতাত্ত্বিক মানস বন্দ্যোপাধ্যায় এবং রিচার্ড কাপেটাসহ তাদের দল।

পান্নাটি দেখতে অনেকটা গন্ডারের মুখের মতো। স্থানীয় আদিবাসী উপভাষায় নাম রাখা হয়েছে ‘চিপেমবেল’। যার অর্থ গন্ডার। জানা গেছে, ৭ হাজার ৫২৫ ক্যারেটের এই পাথরটি বিশ্বে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় পান্না।

যার ফলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পান্নাটি। এই আবিষ্কারের আগে জাম্বিয়ার একই খনিতে আরো দুটি পান্না মিলেছিলো। ২০১০ সালে আবিষ্কার হওয়া এক কেজি ২৪৫ গ্রাম ওজনের পান্নাটির নাম ছিল ইনফোসু, যার অর্থ হাতি। অন্যদিকে ২০১৮ সালে এক কেজি ১৩১ গ্রাম ওজনের আরো একটি পান্না আবিষ্কার হয়, যার নাম দেয়া হয়েছিল ইনকালামু। স্থানীয় আদিবাসীদের বাম্বা ভাষায় যার অর্থ ‘সিংহ’।

আরও পড়ুন: বিলাসবহুল জীবনযাপনে মুকেশ আম্বানিকেও হার মানিয়েছেন তিনি

You might also like
Leave A Reply

Your email address will not be published.