The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫

জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি: ড. শফিকুল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জামায়াতের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. শফিকুল বলেন, ‘এই প্রতীককে ইসলামের দুশমনরা এতটাই ভয় পায় বলে কেড়ে নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সমথর্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘এদেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এখন থেকেই যারা চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত তারা জনগণকে চুষে খাবে। এদের শোষণ থেকে রক্ষা পেতে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই।’

নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল (দক্ষিণ) পরিচালক সাইফুল আলম খান মিলন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.