The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫

জাবি অর্থনীতি শিক্ষার্থী সংসদের ভিপি ওবায়েদুল্লাহ জিএস শাওন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. ওবায়েদু্ল্লাহ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. শাহিদুজ্জামান সরকার শাওন নির্বাচিত হয়েছেন।

বুধবার ( ৬ নভেম্বর) বিকেল ৪ টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাে: আমজাদ হােসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে আলিফ হাসান, সাংগঠনিক সম্পাদক পদে আহমাদ তাহমীদ খান রাইয়ান, সহ কোষাধ্যক্ষ পদে মাহফুজা আনজুম মৌরি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক পদে দুরন্ত সাদাত মাহবুব, শিক্ষা ও গবেষণা ও সেমিনার সম্পাদক সামিয়া ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো: লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম রিচিকা, দপ্তর সম্পাদক পদে নাহিদুল হক রাব্বি, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে ওয়াসিফ ফুয়াদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ সম্পাদক প্রচার ও প্রকাশনা পদে রবিউল ইসলাম, সহ সম্পাদক ও শিক্ষা গবেষণা ও সেমিনার পদে মায়িশা মাহজাবিন, সহ সম্পাদক সমাজ কল্যাণ পদে মোছাব্বেরুল ইসলাম মুরাদ, সহ সম্পাদক ক্রীড়া পদে মুকিত হাসান, সহ সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক পদে মেহরীন সাহিদ, সহ সম্পাদক ক্যারিয়ার বিষয়ক পদে পাভেল আহমেদ, নারী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক পদে সিদরাতুল মুনতাহা ইকরা নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. ওবায়েদু্লাহ বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কাজ করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। অর্থনীতি শিক্ষার্থী সংসদকে কার্যকরী ও গতিশীল করার জন্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো। এছাড়া বিভাগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.