The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

জাবির ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৮৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৫ হাজার ৬৫টি। পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৭০০ শিক্ষার্থী। এর মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ৪১৬ শিক্ষার্থী এবং চারুকলা বিভাগের জন্য ৩৭১ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে পাস করেছেন। এদের মধ্য থেকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুন অনুষ্ঠিত হবে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা।

এর আগে, গত রোববার ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.