জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) সাথে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমিনেন্স এ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভলপমেন্ট, আরএমজি সাসটেইনেবলিটি কাউন্সিল এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার ( ১৯ নভেম্বর)বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা দুইটায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে তাদের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কোষাধ্যক্ষ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সঙ্গে এ চুক্তির ফলে দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতায় উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মাহফুজা মোবারক, সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, বিভাগের অন্যান্য শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় যৌথ গবেষণা, প্রশিক্ষণ, কর্মশালা, দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন, পলিসি অ্যাডভোকেসি, কমিউনিটি এঙ্গেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ ও কাজ করবে।