জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৮ জুন) । চলবে বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত। এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন আবেদন করেছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী।
শনিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। তবে, শুধুমাত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগের মতো এবারও শিফট পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবার প্রথমবারের মতো ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে।
ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, আগামীকাল রোববার (১৮ জুন) সকাল ৯টায় প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫মিনিট থেকে দ্বিতীয় শিফটে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন শেষ ৪ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সোমবার (১৯ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রথম ৪ শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন শেষে দুই শিফটে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ জুন) সকল ৯টায় শুরু হয়ে মোট ৬ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য (juniv-admission.org) ওয়েবসাইটে পাওয়া যাবে।