জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ বছর এক হাজার ৮৪৪টি আসনের জন্য দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ১৩৬ জন শিক্ষার্থী।
রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
আবু হাসান বলেন, এ বছর মোট সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৮৬৪ জন, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৮৬টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ জন, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৪৫ জন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৫ জন লড়বেন।
এছাড়া, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৬৪ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৯৭ জন এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আগের বছরের মতো এবারও শিফট পদ্ধতিতে জাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।