জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) কর্তৃক বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্য ও রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বোরহান উদ্দীন রব্বানী।
শনিবার (৪ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের
সেলিম আল দীন মুক্তমঞ্চে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমিন এস মুরশীদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার তুলে দেন।
জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব আয়োজনের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো – উপাচার্য ( শিক্ষা) ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমদ রেজা, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক জামাল উদ্দিন রুণু, অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ।
বোরহান উদ্দীন রব্বানী তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।