জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চ্যান্সেলর কাপ ফুটবল প্রতিযোগিতায় আল বেরুনী হলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আ ফ ম কামাল উদ্দিন হল।
সোমবার (৯ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম থেকেই দুই দলই সমান তালে খেলতে থাকে। প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই সাফল্যের দেখা পায়নি। ফলে গোল শূন্য থেকেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে কামাল উদ্দিন হল। একের পর এক আক্রমণে আল বেরুনী হলের রক্ষণ কাপিয়ে তুলেন তারা। অবশেষে শুরুর দিকে ট্রাইবেকে চমৎকার একটি গোল করেন অভিষেক রহমান। এই গোলের মাধ্যমে ১–০ তে এগিয়ে যায় আ ফ ম কামাল উদ্দিন হল । শেষে আল বেরুনী হলের রক্ষণে ফাটল ধরিয়ে পর পর দুর্দান্ত দুটি গোল করেন কামাল উদ্দিন হলের মোহাম্মদ আতাউল করিম আদনান।
ফলে ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আ ফ ম কামাল উদ্দিন হল। জয়ের মধ্যদিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করল এ হল
এই খেলা উপভোগের জন্য মাঠে উপস্থিত ছিলেন দুই হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তাসহ প্রায় শতাধিক আবাসিক শিক্ষার্থী।