জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেন ও অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এনামুল হককে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব পদে দায়িত্বরতদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, আমি এখন পর্যন্ত অফিস আদেশ পাইনি। তবে জানতে পেরেছি এরকম সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটের সভায়। অফিশিয়ালি দায়িত্ব বুঝে পেলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক – শিক্ষার্থী যাতে এই সেবাটা পায় তা আমি স্বচ্ছতার সাথে নিশ্চিত করতে চেষ্টা করবো।