The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবির নবীন শিক্ষার্থীরা পেল ১৫০০ কপি পবিত্র কোরআন শরীফ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষ (৫৩ তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদেরকে প্রায় পনের’শ কপি পবিত্র কোরআন শরীফ দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের গ্যালারি কক্ষে ‘জাবি কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব’ আয়োজিত এক নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় দুইহাজার শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রযোজনার অংশ হিসেবে ইসলামি সংগীত পরিবেশন করেন নাশীদ শিল্পী আবু উবায়দা এবং শিশু ‍শিল্পি ঈশরাক সুহায়েল।

অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর মোখতার আহমেদ বলেন, মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন: জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এই দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা, আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন। তাইতো কোরআনের প্রথম শব্দ ইকরা (পড়)। আল্লাহ তায়ালা মানুষকে পড়তে বলেছেন, কারণ শিক্ষা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এছাড়া নবীনদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং নৈতিক উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র গঠন সম্ভব এবং এটি মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাব’র এ ধরনের আয়োজন আমাদের উভয়জগতের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান সম্পর্কে জানতে ও আমাদের জীবনে চর্চা করতে কোরআন পাঠ অত্যাবশকীয়। কোরআন পাঠ এবং এর শিক্ষা জীবনে কাজে লাগাতে পারলে আমাদের জীবনের লক্ষ্য অর্জিত হবে ।

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়ের সদ্বব্যবহার, পিতা মাতা অখুশি হয় এমন কাজ না করা, সন্ধ্যার আগে রুমে এসে প্রতিদিনের একাডেমিক অধ্যয়ন যথাযথভাবে সম্পন্ন করা এবং নিজেকে বাস্তববাদী হিসেবে গড়ে তুলতে পারলেই জীবনে সাফল্য আসবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) প্রফেসর সোহেল আহমেদ, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আব্দুর রব, আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়ারম্যান মুনির উদ্দিন আহমদ প্রমুখ।

কোরআন বিতরণ ছাড়াও গিফট কার্ড, চাবির রিং এবং বই স্টলে ৫০% ছাড়ে ইসলামিক বই বিক্রির ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অর্থসহ কোরআন পাঠ প্রতিযোগিতা, সিরাত প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে থাকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.