The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫

জাবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়বে ২৪৫ জন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু। ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ২৪৫ জন শিক্ষার্থী।

সোমবার ( ১০ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ প্রথম চার শিফটে ডি ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারওয়ার মধ্য দিয়ে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হবে।

‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ছেলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন সংখ্যা ১৬০ এর বিপরীতে মোট ৩৯ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবে।

এছাড়া আজ পঞ্চম শিফটে আইবিএ-জেইউ’ ইন্সটিটিউটের ( ছাত্র-ছাত্রী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৫০ টি আসনের বিপরীতে ৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ৯৪ জন শিক্ষার্থী।

ইউনিট ভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী।

এ ছাড়াও কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি। ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।

উল্লেখ্য, গতকাল ৯ ফেব্রুয়ারী ‘ডি’ ইউনিটের নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.