জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) আ ফ ম কামাল উদ্দিন হলের প্রথম বর্ষের (৫৩ তম ব্যাচ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের সম্মেলন কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
এসময় উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ’শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আবাসিক হল এবং অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যজ্ঞান অর্জনের কেন্দ্র নয় বরং মানবিক মূল্যবোধ, গবেষণা, ও সৃজনশীলতার বিকাশের অন্যতম ক্ষেত্র। তোমাদের স্বপ্নপূরণের যাত্রা এখান থেকেই শুরু হবে। অধ্যবসায়, নৈতিকতা ও উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাও—তোমরাই আমাদের ভবিষ্যৎ।’
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব। এসময় আরো উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক মাফরুহী সাত্তার, কামাল উদ্দিন হলের ওয়ার্ডেন অধ্যাপক মনিরুজ্জামান শিকদার, আবাসিক শিক্ষক মৃধা শিবলী নোমান প্রমূখ।