জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম।
কমিটিতে পদাধিকারবলে সাধারণ সম্পাদক হয়েছেন ২২ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতির কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী তপন, সহ-সভাপতি মো. আজম খান (ব্যাচ ১৪) ও ফারুক দেওয়ান (ব্যাচ ১৫), যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইকরাম সাকী (ব্যাচ ২০) ও সৈয়দ বখতিয়ার উদ্দিন মাহমুদ সোহেল (ব্যাচ ২০), কোষাধ্যক্ষ হোসনে আরা বেবি (ব্যাচ ২৪), তথ্যপ্রযুক্তি, গবেষণা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহমুদুজ্জামান (ব্যাচ ২২), সহ-তথ্যপ্রযুক্তি, গবেষণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর স্বপন (ব্যাচ ২৮), শিক্ষা, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ড. জেসমিন সুলতানা (ব্যাচ ১৯), সহ -শিক্ষা, পাঠাগার ও সাহিত্য সম্পাদক ফারহানা নাসরিন নিপা (ব্যাচ ২৪), ছাত্র কল্যাণ সম্পাদক মোহা. আবদুস সালাম (ব্যাচ ২২), সহ-ছাত্র কল্যাণ সম্পাদক খালেদা আক্তার (ব্যাচ ৪১), সাংস্কৃতিক সম্পাদক ড. পিংকি সাহা (ব্যাচ ৩২), সহ-সাংস্কৃতিক সম্পাদক সাজেদা বেগম আঁখি (ব্যাচ ৩৯), ক্রীড়া সম্পাদক ফারুক আহাম্মদ (ব্যাচ ২০), সহ-ক্রীড়া সম্পাদক হাসান আল মনসুর (ব্যাচ ২২), জনসংযোগ সম্পাদক খান মো ইকবাল হোসেন (ব্যাচ ৩০), সহ- জনসংযোগ সম্পাদক মো. সাহেদ বাগমার (ব্যাচ ৩৩), দপ্তর সম্পাদক মো. শামসুদ্দোহা মণি (ব্যাচ ৩৫), ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক এ এম আল মামুন (ব্যাচ ২১), সহ-ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম জহির (ব্যাচ ২২), পরিবেশ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবা সম্পাদক শেখ মো. তৌফিক ইমাম কর্নেল (ব্যাচ ২১), সহ-পরিবেশ, উন্নয়ন ও স্বেচ্ছাসেবা সম্পাদক মো. হারুন অর রশীদ সেলিম (ব্যাচ ৩০)।
এসময় নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সকল অ্যালামনাই এবং শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।