জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সুবর্ণজয়ন্তী ও তৃতীয় পুনর্মিলনী উৎসবের মাসব্যাপী আয়োজন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সড়ে ৯টায় র্যালির মাধ্যমে সমাপনী দিনের দিনব্যাপী আয়োজন শুরু হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
‘অতীতের আলোতেই এই বর্তমান, পঞ্চাশে ইতিহাস হোক অম্লান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে র্যালি, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও গুণীজন সম্মাননা প্রদান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, নারী উদ্যোগ কেন্দ্র পরিচালিত ফ্রি চক্ষু শিবির ও র্যাফেল ড্র আয়োজন করা হয়।
পরবর্তীতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজিত হয়। এতে গান পরিবেশন করেন বিখ্যাত ব্যান্ড দল ‘আর্টসেল’।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আমরা দেশ-বিদেশে অবস্থানরত ইতিহাস বিভাগের সাবেকদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এভাবেই আমাদের বন্ধন আরো সুদৃঢ় থাকবে। ইতিহাস বিভাগের জয়জয়কার ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।