জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবছরের ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করা হয়। তবে এ বছর পবিত্র রমজান মাস হওয়ায় শিক্ষার্থীদের স্বার্থে আবাসিক হলগুলোতে ২৫ এপ্রিল এই বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, রমজান মাসে আবাসিক হল গুলোর কর্মচারী কর্মকতাদের বিভিন্ন কাজ থাকে। আবার এই সময়ে অনেক শিক্ষার্থী ক্লাস -পরীক্ষা না থাকায় বাড়ি চলে গেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতির সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ এপ্রিল স্বাধীনতা দিবসের বিশেষ ভোজের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো
এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতির সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
উল্লেখ্য, জাবিতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে এ ধরণের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।