The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪

জাবিতে সাবেক প্রক্টর ফেরার প্রতিবাদে, শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) সাবেক প্রক্টর ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক আলমগীর কবীর বিশ্ববিদ্যালয়ে আসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ” আলমগীর কবীরের দুই গালে জুতা মারো তালে তালে ; আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান ; ফিরোজের দুই গালে জুতা মারো তালে তালে ; মেহেদী ইকবালের দুই গালে জুতা মারো তালে তালে ; ইখতিয়ারের দুই গালে জুতা মারো তালে তালে ; ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে ; ফ্যাসিবাদের দালালেরা হুশিয়ার সাবধান ” সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, শিক্ষার্থীদের উপর হামলার মদদদাতা কোনো শিক্ষক যদি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর হব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যদি হামলার মদদদাতাদের পুনর্বাসিত করতে চান শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। এবং অভিযুক্ত শিক্ষকরা যদি মবের শিকার হয় এর দায়ভার শিক্ষার্থীরা নিবেনা। আমাদের দাবিকে সাধারণভাবে নেওয়ার কোনো কারণ নাই। প্রয়োজনে হামালার মদদদাতা শিক্ষদের জুতার মালা গলায় পড়িয়ে ক্যাম্পাস ছাড়া করব।

জুলাই বিপ্লবের আহতরা এখনো হাসপাতালের বেডে ক্ষত বয়ে বেড়াচ্ছে। আর হামলায় মদদদাতা শিক্ষকরা কিভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসনের করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রশাসন যদি হামলায় মদদদাতা শিক্ষকদের পক্ষ নেয়, তাহলে আমরা এই প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব।

উল্লেখ্য ১৫ জুলাই হামলার মদদ দেয়ার অভিযোগে আশুলিয়া থানায় আলমগীর কবিরের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম বিভাগের এক শিক্ষার্থী।

You might also like
Leave A Reply

Your email address will not be published.