জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ ২৬ মার্চ (রবিবার) ভোরে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক), বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সন্ধ্যা সাড়ে সাতটায় ২৫ মার্চের কালরাতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বাংলাদেশের স্বাধীনতার সম্মান ধরে রাখার প্রতিশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে রাত সাড়ে দশটায় এক মিনিট প্রতীকী “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হয়। বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।