জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ স্থাপন করেছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই সহায়তা কার্যক্রম। এই কার্যক্রমের মাত্রা বাড়িয়ে দিয়েছে প্রতিদিন পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানি বিতরণ করার মাধ্যমে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের খুব কাছেই হেল্প ডেস্ক স্থাপন করেছে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি। চট্টগ্রাম থেকে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল থেকে সন্ধ্যা অবস্থান করছেন। পাশাপাশি চট্টগ্রাম থেকে আগত ছেলে-মেয়ে উভয় পরীক্ষার্থীদের কল্যাণে আমাদের হলগুলোতে যথাসম্ভব আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির হেল্প ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এইবার রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে প্রতিদিন ৫০০ পরীক্ষার্থীদের বিনামূল্যে খাবার পানি বিতরণ করছেন তারা৷ এই ক্যাম্পেইনে এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বনামধন্য পণ্য “মুসকান” তাদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন বলে জানিয়েছেন তারা।
সহায়তা কার্যক্রমের প্রসঙ্গে ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মাহামুদুল হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতি বছরের মতো এইবারও চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক স্থাপন করেছি। সামাজিক এই কার্যক্রমে সকাল-সন্ধ্যা দ্বায়িত্ব পালন করবে আমাদের ২৫ জনেরও অধিক শিক্ষার্থী। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে আমাদের এই সামাজিক কাজ সম্পন্ন করতে সক্ষম হবো বলে আশা রাখি। পাশাপাশি মুসকান কে অসংখ্য ধন্যবাদ আমাদের বিনামূল্যে খাবার পানি বিতরণ ক্যাম্পেইনে তাদের সংযুক্ত করার জন্যে এবং সহযোগিতা করার জন্যে। চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসনের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ। এই কার্যক্রমে হোসেন ভাই সহ যেসব শুভাকাঙ্ক্ষী পাশে এসে দাঁড়িয়েছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।