The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

জাবিতে ধ্বনির মাসব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনির আয়োজনে শুরু হচ্ছে আবৃত্তি ও বাক উৎকর্ষ বিষয়ক কর্মশালা- ২০২৪। এবারের ২৫তম আসরের কর্মশালা শুরু হয় গত  ২’রা ডিসেম্বর শুর হয়ে এ কর্মশালা চলবে জানুয়ারি পর্যন্ত।
মাসব্যাপী এই কর্মশালা আয়োজনের বিষয়ে আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের আবৃত্তি ও প্রমিত উচ্চারণে জড়তা দূর করার জন্য প্রতিবছরই এ কর্মশালা আয়োজন করা হয়। সেই সাথে ছন্দ, নন্দন তত্ত্ব, আবৃত্তি নির্মাণ ও সংবাদ উপস্থাপনা সম্পর্কেও ধারণা দেয়া হবে। কর্মশালায় একুশে পদক জয়ী আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দোপাধ্যায়, প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকত, আবৃত্তিশিল্পী এবং বাংলাদেশ টেলিভিশন ও  বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান, রেজীনা ওয়ালী লীনা, তামান্না তিথী, বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন, ড. খোরশেদ আলম, কবি ও সাংবাদিক শিমুল সালাহ উদ্দিন, আবৃত্তি শিল্পী বিপ্লব মজুমদার, বিপ্লব সাহা, কাজী বুশরা আহমেদ তিথী, শহিদুল ইসলাম পাপ্পু প্রমুখ।
কর্মশালার ফি এবং স্থানের বিষয়ে আয়োজকরা আরও বলেন, এ কর্মশালার ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ৯নং কক্ষে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে।
কর্মশালার আহ্বায়ক কমিটি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেরই কথায় আঞ্চলিকতা থেকে যায়, জড়তা থাকে৷ কথায় জড়তা দূর করার জন্য আমাদের কর্মশালা আয়োজন করা হয়েছে। সেই সাথে সংবাদ উপস্থাপনা ও আবৃত্তির প্রাথমিক পাঠ পাওয়া যাবে। সরাসরি দেশবরেণ্য শিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে। আশা করি কর্মশালাটি সবার উপভোগ্য হবে।
প্রসঙ্গত, ‘দিগন্তে চলো শব্দ যেথায় সূর্যসত্য’ এই স্লোগানকে ধারণ করে গত ২৭ বছর ধরে কাজ করে যাচ্ছে আবৃত্তি সংগঠন ধ্বনি। বিশ্ববিদ্যালয়ে মননশীলতা চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটি।
You might also like
Leave A Reply

Your email address will not be published.