The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫

জাবিতে থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, আটক ৯ শিক্ষার্থী

জাবি প্রতিনিধিঃ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে মাদক সেবনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাবি, উত্তরা ইউনিভার্সিটি এবং প্রাইম নার্সিং কলেজের ৯ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

আটককৃত জাবি শিক্ষার্থীরা হলেন, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন।

আটককৃত ঢাবি শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী থোয়াইনু প্রু, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তি নাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খেংচেং ফু মারমা, উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফরিন আশা ও প্রাইম নার্সিং কলেজের শিক্ষার্থী মাসুই মারমা।

জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখা টহল জোরদার করে। রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ওই শিক্ষার্থীদের আটক করা হয়। তাদের কাছ থেকে মদ উদ্ধার করা হয়েছে। প্রক্টরিয়াল টিমের কাছে তারা মাদক সেবনের কথা স্বীকার করেছেন।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, ‘বহিরাগতদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত বহিরাগতদের ও তাদের সকল প্রকার যানবাহন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছিল। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.