The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে’বঙ্গবন্ধু’ বাতিল

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট থেকে অবশেষে বাদ দেয়া হলো ’বঙ্গবন্ধুর’ নাম।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড এ বি এম আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাম পরিবর্তনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্সটিটিউটের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রাহমান বলেন, ’বহুদিন ধরে আমরা নাম পরিবর্তনের বিষয়ে দাবি জানিয়ে আসছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আমাদের ইন্সটিটিউটের নামের কারণে বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেত না, এখন থেকে সেটা পাবে। আমাদের তুলনামূলক সাহিত্যের জন্য এটি মাইলফলক।’

মেহেরাব সিফাত নামের ৪৯ ব্যাচের শিক্ষার্থী বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছি । তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের বহুদিনের নিপীড়নের ইতিহাস রয়েছে । নাম সংস্কারের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী লড়াইয়ে আমাদের সংগ্রামের জয় হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.