জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) আন্ত:বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩-২৪ ইং এ মহিলা এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইংরেজি বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী সিফাত আরা রুমকি।
মঙ্গলবার ( ২৮ মে ) শারিরীক শিক্ষা বিভাগে ফাইনালে পদার্থ বিজ্ঞানের প্রতিযোগিকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।
চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে সিফাত আরা রুমকি বলেন, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিযোগিতার জন্য আমি নিয়মিত অনুশীলন করেছি, আলহামদুলিল্লাহ সুফলও পেয়েছি। এই জয়ের পিছনে যারা ছিলেন আমরা ট্রেইনার, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব সবার প্রতি কৃতজ্ঞ।
ফাইনাল শেষে বিকেলে ব্যাডমিন্টন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, ব্যাডমিন্টন পরিচালনা কমিটির সভাপতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বেগম নাছরিন প্রমুখ।