The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪

জাবিতে অধ্যাপক বশিরকে ডিন থেকে অব্যাহতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদকে সমাজবিজ্ঞান অনুষদের ডিন থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তার স্থলে বিএনপিপন্থী শিক্ষক, সরকার ও রাজনীতির অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ৫ আগস্টের পর থেকে অধ্যাপক বশির আহমেদ অনুষদের কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। এ কারণে অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিন্ডিকেটের পরামর্শে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৮ (২) ধারা অনুসারে অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে অধ্যাপক শামসুল আলমের স্থলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহম্মেদ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক বশির আহমেদের বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছিল শিক্ষার্থীরা। এর পর ৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা ডিনের অফিসে তালা ঝুলিয়ে দেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনসহ একাধিক প্ল্যাটফর্মে তার অপসারণের দাবি জানানো হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.