The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : গণশিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারিতে শতভাগ বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর পিটিআইয়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা জানুয়ারি মাসে প্রাথমিকের বই শতভাগ দিতে পারব। আগে যেমন উৎসব করে দিতাম, এবার উৎসব না হলেও বই দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের অনেক বই ছাপানো হয়েছে। জানুয়ারিতে প্রাথমিকের সব বই দিয়ে দেব।

প্রাথমিকের বইয়ে খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না উল্লেখ করে তিনি বলেন, আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছি। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে ছাত্র-জনতার যে অভ্যুত্থান ঘটে গেল, তার প্রতিফলন থাকবে গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন মনোভাব প্রচলিত আছে। অনেকে মনে করেন, বাচ্চাদের সবকিছু শিখিয়ে ফেলতে পারে, কিন্তু আমরা তা মনে করি না। প্রত্যেকে মনে করে প্রাথমিক শিক্ষার মান হচ্ছে স্বাক্ষর করে গড়ে তোলা। স্বাক্ষর মানে তার নিজ ভাষায় বইয়ের লেখা পড়তে পারা। আমাদের মূল টার্গেট কীভাবে বাচ্চাদের আরও শিক্ষা দিতে পারি; যেন পঞ্চম শ্রেণির বাচ্চা তার মাতৃভাষা শিখতে পারে এবং যোগ-বিয়োগ, গুণ-ভাগ এসব করতে পারে।

প্রাইমারির ভৌত অবকাঠামোর অনেকটা উন্নত হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষকদের ইন-জেনারেলের মান অনেক বেড়েছে। যদিও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয় ২০১৩ সালে, সে ক্ষেত্রে শিক্ষকরা আগে নিয়োগ পেয়েছেন। কিন্তু তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি স্কুলে। সে ক্ষেত্রে মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমাদের নিজস্ব ট্রেনিং চালু আছে, ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে তাহলে নিজেকে ট্রেইন করে নিয়ে পারফরম্যান্স ভালো করার সুযোগ রয়েছে।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.