ডেস্ক রিপোর্ট: নতুন বছরের শুরুতেই বেশ জাঁকিয়ে পড়েছে তীব্র শীত। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও শীতের প্রভাব দেখা যাচ্ছে। এছাড়া হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। দুপুর হয়ে এলেও দেখা নেই সূর্যের।
জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একমাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
আরও বলা হয়, জানুয়ারি মাসে নদ-নদীর অববাহিকায় মাঝারি-ঘন কুয়াশা এবং অন্যাত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এদিকে আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসের ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে দেশে শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা বেশি। তাদের তথ্যমতে, কুয়াশার কারণে পর্যাপ্ত সূর্যের আলো আসতে পারছে না। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। সঙ্গে রয়েছে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাস। সব মিলিয়ে বেড়েছে শীতের অনুভূতি।