গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকালে স্থগিত পরীক্ষা শুরুর জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাঁদের কর্মসূচির পরিপ্রেক্ষিতে দুপুরে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা এবং অন্যান্য পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিশ্রতি দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের আন্দোলন চলে।
শিক্ষার্থীরা জানান, করোনা মহামারির কারণে দ্বিতীয় বর্ষে তিন বছর, তৃতীয় বর্ষে তিন বছর এবং চতুর্থ বর্ষে দুই বছর ধরে বসে রয়েছেন, কোনো পরীক্ষা হচ্ছে না। অথচ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা গ্রহণ থেমে নেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা সাত কলেজও বন্ধ থাকা পরীক্ষা নেওয়ার রুটিন দিয়েছে।
এভাবে তাঁরা একই ক্লাসে বছরের পর বছর বসে থাকলে তাঁদের চাকরির বয়স থাকবে না। এর আগে দ্বিতীয় বর্ষ ও ততৃীয় বর্ষের (সম্মান) পরীক্ষার তারিখ ২৯ জানুয়ারি ও আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের ঘোষণা করা হলেও রুটিন প্রকাশ করা হয়নি। সম্প্রতি করোনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে আবার শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান।
আন্দোলনরত টঙ্গী সরকারি কলেজের রসায়ন বিভাগের চতুর্থ (সম্মান) বর্ষের শিক্ষার্থী সজল হোসেন বলেন, ‘আমাদের চতুর্থ বর্ষের সিংহভাগ পরীক্ষা হলেও কারও দুটি, কারও তিনটি পরীক্ষা আটকে গেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের এসব পরীক্ষা গ্রহণসহ বন্ধ থাকা সব পরীক্ষার রুটিন তথা তারিখ প্রদানের দাবি করছি।’ একই কথা জানায়, ওই কলেজের চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আহম্মেদি নেজাত।
শিক্ষার্থীদের ওই দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আক্তারুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ৭ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের এবং পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের রুটিন দেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মশিউর রহমান বলেন, করোনায় বড় কোনো সমস্যা না হলে ৬ ফেব্রুয়ারির পর ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্থগিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চতুর্থ বর্ষের পরীর্ক্ষীরা যাতে সামনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেন, সে ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
জাবির স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত রুটিন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি আজ দুপুরে ঘোষণা করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেওয়া হয়েছে। সম্প্রতি করোনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।