রাহাতুন নেছা জান্নাত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় দুই হাজার টিরও বেশি কলেজ বা প্রতিষ্ঠান রয়েছে। দেশে উচ্চ শিক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ দশমিক ৪১ শতাংশ। আর এর মধ্যে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ই রয়েছে ১৭.৫০ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হলেও এর কার্যক্রমে রয়েছে নানাবিধ জটিলতা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মন্থর গতির পিছনে অন্যতম প্রধান কারণ হলো সেশনজট। একজন শিক্ষার্থীর সাধারণত স্নাতক শেষ করতে ৩-৪ বছর সময় লাগে, তবে এখানে ঘটে তার ব্যতিক্রম প্রায় ৬ থেকে ৮ বছর সময় লাগে এই প্রতিষ্ঠানটির অধীনস্থ কলেজগুলোতে। এর ফলে, শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে পিছিয়ে পড়ে। সেশন জোটের ফলে শিক্ষার্থীর একটি বড় অংশ ঝরে পড়ে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় ।
প্রশাসনিক জটিলতা, পরীক্ষার কার্যক্রমে বিলম্ব, অর্থ সংকট ইত্যাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের অন্যতম একটি কারণ। জটিলতা সমাধানে প্রশাসনিক এবং প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে সীমিত । এ ছাড়া প্রতিবছর অধিভুক্ত কলেজগুলো ভর্তি ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য ফি বাবদ ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। এগুলোর ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে।
সর্বপুরী সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমাতে হবে। এবং পড়াশোনার মানোন্নয়ন করতে হবে।
শিক্ষার্থী : সরকারি মুজিবর রহমান কলেজ, আক্কেলপুর।