ববি প্রতিনিধিঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপ প্রাপ্ত হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন মেধাবী শিক্ষার্থী। গবেষণা কর্মে বিশেষ সফলতা অর্জন করায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক উক্ত ফেলোশিপ দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আগত মনিটরিং কর্মকর্তাদের সম্মুখে এই মেধাবী শিক্ষার্থীরদের গবেষণার অগ্রগতি প্রতিবেদন দাখিল উপলক্ষে ২৫ মে বিকাল তিন’টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীগণ ধারাবাহিক ভাবে তাদের গবেষণালব্দ বিভিন্ন প্রতিবেদন মনিটরিং কর্মকর্তাগণের সম্মুখে উপস্থাপন করেন।
উক্ত অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ মতিউর রহমান, উপসচিব মোঃ হানিফ সিকদার, উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী ও সহকারী সচিব মোঃ ইব্রাহীম মিয়াজি।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তামান্না শারমিন।