স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ার পর উইন্ডিজের বিপক্ষে এখন ওয়ানডে সিরিজ খেলছেন মেহেদি হাসান মিরাজরা। এর পরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে আজই স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে বিসিবি সূত্রে। যেখানে নতুন মুখ হতে পারেন রিপন মন্ডল। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন রিপন। তার পরে তিনি বিসিবির রাডারে জায়গা করে নেন। সর্বশেষ ঘোষিত এইচপি দলেরও সদস্য ছিলেন। অস্ট্রেলিয়া সফরের জন্যও তিনি নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া শামীম পাটোয়ারীও ফিরছেন টি-টোয়েন্টি দলে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে অংশ নিতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন এই তরুণ অলরাউন্ডার।
এবারের সিরিজে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেখানে নতুন মুখের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চাইবে দল।