The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫

জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয় : ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট: জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একইদিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে বলেও জানান তিনি।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে, নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান, তিনি বলেন, জাতীয় নির্বাচন ইসির মূল ভাবনা। এই নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না।

এ সময়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার। তিনি জানান, এই আইন কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। আইন বাতিলে সরকারকে চিঠি দেয়া হবে।

তিনি আরও জানান, রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ঠেকাতে বিশেষ এলাকার বিশেষ ফর্ম করা হয়েছে। দীর্ঘসূত্রিতা দূর করে, ফর্মের ব্যবহার সহজ করতে কমিশন ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.