জাতিসংঘের অধীনে ইউএন ভলেন্টিয়ারস, বাংলাদেশ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কমিউনিকেশন স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কমিউনিকেশন স্পেশালিস্ট
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশনস, জার্নালিজম, ম্যাস মিডিয়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ফিল্ম স্টাডিজ, সিনেমাটোগ্রাফি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্রাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রেস রিলিজ ও সংবাদ লেখায় দক্ষ হতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্যাম্পেইন ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। করোনার টিকা নেওয়া থাকতে হবে।
বয়স: ২৭–৮০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (তবে চুক্তির মেয়াদ বাড়তে পারে)।
কর্মস্থল: ঢাকা। তবে বাংলাদেশের যেকোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইউএন ভলান্টিয়ারসের ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২২।