জবি শিক্ষার্থীরা সপ্তাহে ৭ দিনই হাফ-পাস সুবিধা পাবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে পরিচয়পত্র দেখানোর শর্তে সদরঘাটগামী পাবলিক বাসে আসা যাওয়ায় সপ্তাহের সাত দিনই হাফ ভাড়ার সুবিধা পাবেন। তবে যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র নেই তারা লাইব্রেরী কার্ড, সফট কপি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পে স্লিপ দেখিয়েও এই সুবিধা পাবেন। এক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী হাফ ভাড়া কার্যকর হবে।
গতকাল রোববার (৩০ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সদরঘাটগামী পরিবহনগুলোর শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সভায় গৃহীত বাকি সিদ্ধান্তগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গেইটে যেকোন সময় কোন গাড়ি পার্কিং করা যাবে না।