রওশন আরা অমিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইকোনোমিকস ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা – ২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করেছে ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটি।নব্য গঠিত ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির এই অনন্য অর্জনে খুশির জোয়ারে ভাসছে ইতিহাস বিভাগের বিতর্কপ্রেমীরা।
প্রথমবারের মতো ইকোনিকস ডিবেটিং ক্লাব আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করে। অংশগ্রহণকারী দল ছিলো ১৬ টি। ১৯ আগষ্ট গ্রুপ পর্ব এবং ২০ আগষ্ট ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে তাদের এই উদ্যোগ টি তারা সফল করে তোলে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন, সমাজবিজ্ঞান অনুষদ, প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন ।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান,প্রফেসর ড. মো: আজম খান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক,প্রফেসর ড. মো: আইনুল ইসলাম।
এছাড়াও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান, মডারেটর ইকোনমিক্স ডিবেটিং ক্লাব; সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ এবং সভাপতিত্ব করেন আফসানা আক্তার মিম,ইকোনমিক্স ডিবেটিং ক্লাব।
চাম্পিয়ন দলের বক্তারা হলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান,সাইফুর রহমান শিহাব, এবং রোকসানা মিতু। তারা ইতিহাসের জনক হোরোডোটাস এর স্মরণে তাদের টিমের নাম নির্ধারণ করেছিলো টিম ‘হেরোডোটাস’। শুধু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন নয় এর পাশাপাশি সেরা বিতার্কিকের অর্জনটাও ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির ঝুলিতে জমা হয়েছে। সেরা বিতার্কিক হয়েছেন চ্যাম্পিয়ন দলের দ্বিতীয় বক্তা সাইফুর রহমান শিহাব। রানার্সআপ হয়েছে ইংরেজি বিভাগের টিম “ইডিডিসি ড্যাফোডিলস”।
রানার্সআপ দলের বক্তারা হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মারজান আক্তার ইলমা, মো: জাহিদ হাসান এবং নুসরাত জাহান সোনিয়া।
ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সভাপতি রুবেল মিয়া অত্যান্ত আনন্দের সহিত জানান, “এই অর্জন অবশ্যই আমাদের জন্য অনেক বেশি গৌরবের। সদ্য প্রতিষ্ঠিত এইচডিডিএস এর চ্যাম্পিয়ন হওয়া আমাদের এটাই জানান দেয় যে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার মতো যোগ্যতাসম্পন্ন অনেক ছেলেমেয়ে বিভাগে রয়েছে। শুধু প্রয়োজন একটা প্লাটফর্ম।আমি মনে করি এইচডিডিএস তেমনি একটি উপযুক্ত প্লাটফর্ম। এই অর্জন পরবর্তী সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা এগিয়ে যাক এ কামনা করছি। সেই সাথে আয়োজক ক্লাবকে ধন্যবাদ এবং বিজয়ী ও রানার্সআপ সবাইকে অভিনন্দন।”
ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাঈমুর রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার অনুভূতি ব্যক্ত করে বলেন , “ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির জন্য আজ একটি ঐতিহাসিক দিন। আজ আমরা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে জবির ইতিহাস বিভাগ প্রথম কোনো আন্তঃবিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। চ্যাম্পিয়ন টিমের টিম লিডার হতে পেরে আজ নিজেকে ধন্য মনে হচ্ছে। নব্য গঠিত ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটি যাত্রা শুরু করার ১ মাসের মধ্যেই আমরা আমাদের শক্তিশালি অবস্থান জানান দিতে পেরেছি।
আমি মনে করি সাফল্যগাথা যাত্রা কেবল শুরু হলো, এই বিতর্ক সংগঠনটি উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে গিয়ে ভবিষ্যতে আরো বড় কোনো মঞ্চে ইতিহাস বিভাগকে প্রতিনিধিত্ব করবে এবং সাফল্যের স্বর্ণ শেখরে উপনিত হবে।”
ইতিহাস বিভাগের এই অর্জনে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান, ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক এসএম তানভীর আহমেদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে ইতিহাস বিভাগ ডিবেটিং সোসাইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তবে প্রকৃত বিতার্কিকরা মনে প্রাণে ধারন করে , “মননে ও ব্যক্তিত্বে যুক্তিবাদী হওয়াই বিতার্কিকের চূড়ান্ত অর্জন,জয়-পরাজয় নয়।” বিতর্ক একটি শিল্প। এই শিল্পের চর্চা অব্যাহত থাকুক প্রত্যেক সংস্কৃতিমনা মানুষের মাঝে।
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।