The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জবিতে শিক্ষার্থীদের মেধাবিকাশে ‘সৃজন ‘ উদ্বোধন

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট (আই.এম.এল.) এর শিক্ষার্থীদের সমন্বয়ে নির্মিত ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক দেয়ালিকা ‘সৃজন’ এর ৫ম ধারা-২০২৪ আয়োজিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো হুমায়ন কবীর চৌধুরী ‘সৃজন’এর উদ্বোধন করেন। এসময় আই.এম.এল এর সাবেক পরিচালক ও ‘সৃজন’র স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার সহ শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘সৃজন’ এর ৫ম ধারা উদ্বোধনে ‘সৃজন’ এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড.প্রতিভা রানী কর্মকার বলেন,”আমাদের ভাষা, সাহিত্য, ও সৃজনশীলতা প্রকাশের জন্য ‘সৃজন’ একটি ছোট মাধ্যম হিসেবে আই.এম.এল এর ছাত্র- ছাত্রীদের মধ্যে পরিচিত। প্রতি বছরই নতুন কোন বিষয়ে এর আলোকপাত হয়। আমি প্রথম থেকে এর সাথে আছি এবং থাকবো।”

এ বছরে ‘সৃজন’এর থিম হলো” পুরান ঢাকার সংস্কৃতি “। শীক্ষার্থীরা পুরান ঢাকার জনজীবন, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে এনেছেন এইবারের ‘সৃজনে’। এবারের ‘সৃজনে’ নকশা ভাবনায় ছিলেন আই.এম.এল এর শিক্ষার্থী সাবিকুন নাহার ঐশী, ওমর ফারুক এবং উম্মাহা সুমাইয়া।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে আই.এম.এল প্রতি বছর স্বরস্বতী পূজায় এবং পহেলা বৈশাখে ‘সৃজন’ প্রকাশ করে আসছে। ‘সৃজন’ আই.এম.এল এর একটি ভিন্নধর্মী ও সৃজনশীল দেয়ালিকা, যেখানে বর্তমানে শুধুমাত্র উক্ত ইন্সটিটিউটের শিক্ষার্থীদের স্বরচিত ভাষা ও সাহিত্য বিষয়ক লেখা এবং হস্তশিল্প তুলে ধরা হয়। এটির মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা এবং বাংলাদেশের শিল্প,সাহিত্য ও ঐতিহ্য বিকশিত হচ্ছে, অন্যদিকে সৃজনে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দও উপভোগ করছেন।

উল্লেখ্য, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারের হাত ধরে ২০১৯ সালের সরস্বতী পূজায় প্রথম ‘সৃজন’ -এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২০ সালের সরস্বতী পূজায় ২য় বারের মতো ‘সৃজন’ প্রকাশিত হয়। ২০২১ সালে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সৃজন প্রকাশিত না হলেও ২০২২ সালে বাংলা নববর্ষ-১৪২৯ এর ১লা বৈশাখে সৃজনের ৩য় ধারা প্রকাশিত হয়েছিল। ২০২৩ সালেও সরস্বতী পূজায় সৃজন প্রকাশিত হয়েছিল। ‘সৃজনের’ ঐতিহ্য ধরে রাখতে এবারের সরস্বতী পূজায় নবরূপে প্রকাশিত হয়েছে ‘সৃজন’ এর ৫ম ধারা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.