জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগিতার শুরুতে বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অলিম্পিয়াড উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান। এরপর ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের হয়।
এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১০৯ জন শিক্ষার্থী। অলিম্পিয়াডে দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, ঢাকা দক্ষিণের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতায় মোট ১০ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মালিক সাবিহা তাসনিম, তৃতীয় বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ফাহিম, চতুর্থ বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী এ এস এম আবরার তানভীর তকি, পঞ্চম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম সাদমান সালভি, ষষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী অভয় রায়, সপ্তম বুয়েটের সিএসই বিভাগের তানজিব হোসাইন খান, অষ্টম জবির গণিত বিভাগের শিক্ষার্থী উৎপল বাড়ৈ, নবম বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী ফুয়াদ আল আলম, দশম বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাবন্নী শিকদার রুমা।বিজয়ী এই ১০ জন জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সরোয়ার আলম।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহজাহান, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।