জবিতে মার্কেটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ‘নিউরাল বিহেভিয়ার এবং মার্কেটিং’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আবেগ এবং পক্ষপাতিত্বগুলো কিভাবে আমাদের ক্রয়ের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে এবং বিপণনকারীরা কেবলমাত্র একটি নির্দিষ্ট ব্র্যান্ড বা পণ্যের দিকে কিভাবে আমাদের ধাবিত করে-মার্কেটিং এর এসব মনস্তাত্ত্বিক কারণগুলো ছিলো এই সেমিনার এর মূল প্রতিপাদ্য।
মার্কেটিং বিভাগের উদ্যোগে ও মার্কেটিং ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সহায়তায় আয়োজিত এই সেমিনার এ মূল অতিথি হিসেবে ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এর ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি সদস্য ড. এইচ. আর. লস্কর (হাবিব রাতভি)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ ও অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সহ ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ছগীর হোসেন খন্দকার ও সরকারী তিতুমীর কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: সালাউদ্দিন উপস্থিত ছিলেন।