The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই কোষাধ্যক্ষ চায় শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই কোষাধ্যক্ষ ও প্রশাসনিক পদে নিয়োগ চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৫৬ জন অধ্যাপক রয়েছেন। এর মধ্যে দুইজন অধ্যাপক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুইজন উপ-উপাচার্য হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।  বুধবার (৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

অধ্যাপকদের মধ্য থেকে ট্রেজারার নিয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, কোষাধ্যক্ষ পদে ড. কামালউদ্দিন আহমদের মেয়াদ শেষ হবে আগামী ২৬ নভেম্বর। আগামী ট্রেজারার আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে চাই। ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ৫ বছর পূর্বেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন।

শিক্ষক সমিতির নেতারা আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৫৬ জন অধ্যাপক রয়েছেন। এর মধ্যে দুইজন অধ্যাপক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুইজন উপ-উপাচার্য হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এছাড়া, প্রাইভেট বিশ্বদ্যিালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতীতেও বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে দায়িত্ব পালন করেছেন অনেক অধ্যাপক।

শিক্ষক সমিতি সংবাদ সম্মেলনে জানায়, উন্নয়নের গতি ত্বরান্বিত করার স্বার্থে অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে অভিজ্ঞ যে কোনো একজনকে কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.