The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী আহত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মানা মুন উর রশিদ ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছে। গতকাল রোববার রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছে শুনেছি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্হা করা হয়েছে। আর আজ সকালে ভুক্তভোগীর সহপাঠীরা এসেছিল। তাদের সাথে আলোচনা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এদিকে ভুক্তভোগীর সহপাঠী মো. ফয়সালের তথ্য মতে, রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বাসায় ফেরার সময় হঠাৎ দু’জন ছিনতাইকারী পেছন দিক থেকে মানা মুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.