চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার প্রতিবাদে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট।
বুধবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এই স্মারকলিপি প্রদান করেন তারা।
সাংস্কৃতিক জোটগুলো হলো- অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধু সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তরায়ণ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, লোকজ সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
স্মারকলিপিতে বলা হয়েছে- সবিনয় নিবেদন এই যে, আমরা “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন সমূহের একটি সম্মিলিত পরিষদ ক্যাম্পাসে চলমান যৌন হয়রানি এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় আমরা উদ্বিগ্ন। তার প্রক্ষিতে আমরা নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করছি।
১.যৌন হরানিতে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
২. ক্যাম্পাসে সাধারণ শিক্ষীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
৩. শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
৪. কাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
৫. পুরো ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনতে হবে এবং তদারকি নিশ্চিত করতে হবে।
৬. পূর্বে সংগঠিত সকল অপরাধমূলক কার্যকলাপের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।