নিয়ামতুল্লাহ,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে অমানবিক ছাত্রী নির্যাতন ও র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের বক্তব্য শুনছে তদন্ত কমিটি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের এক শিক্ষকের রুমে তদন্তের কাজটি চলছে। উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল, সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ তদন্ত কমিটির অন্যরা৷
এদিকে সোমবার সকালে গোপনে প্রক্টরের গাড়িতে করে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুম ক্যাম্পাসে প্রবেশ করেন।