বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্নে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোবারক হোসেন, রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময়ে উপস্থিত সবাই ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্তের দ্রুত বিচারের দাবি করে স্লোগান দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা একই দাবিতে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, একজন নারী শিক্ষার্থীর সাথে এমন ঘটনা ঘটা আসলেই দুঃখজনক। এরআগেও গত বছর এমন ঘৃণিত কাজ সংঘটিত হয়েছে।জাতির জনকের পুণ্যভূমিতে এসব দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাই।
প্রসঙ্গত, গত শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) এক ছাত্রীকে টিউশনির কথা বলে স্থানীয় আইনজীবী আলমগীর হোসেন বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ওঠে । পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অপরাধীর দ্রুত শাস্তি চেয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়।