The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

ছাত্রশিবির সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে ইবিতে প্রকাশনা উৎসব

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে পাঁচ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। শিবির সম্পর্কে ভ্রান্ত ধারণা দূরীকরণ ও এই বই পড়ে কিভাবে আদর্শ মানুষ হওয়া যায় এটাই এই উৎসবের উদ্যেশ্য।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ উৎসব শুরু হয় যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। উদ্ভোদনী দিনে উৎসব স্থল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশনা উৎসবে মোট ৬ টি স্টল রয়েছে। এখানে শিবিরের বিভিন্ন বই এর পাশাপাশি বিভিন্ন স্টিকার ও লিফলেট, জুলাই আন্দোলন বিষয়ে ম্যাগাজিন স্থান পেয়েছে। এছাড়াও এখানে শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা কর্ণার ও বই পড়ার জন্য আলাদা কর্ণার রয়েছে ।

উৎসবে আসা এক শিক্ষার্থী বলেন, শিবির সম্পর্কে সকলেরই একটা ভুল ধারণা বিদ্যমান ছিলো। ধীরে ধীরে এই ভুল কাটছে। আরেকটি ধারণা ছিলো যে শিবিরের বইগুলো জঙ্গীবাদের শিক্ষা দেয়। তবে এই বইগুলোর দেখে আমি যতোটুকু পড়লাম এতে আমার তা মনে হয়নি। এছাড়াও এখানে জুলাই আন্দোলনকেও তুলে ধরা হয়েছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। ইতোপূর্বে গণমাধ্যমগুলো আমাদের যেভাবে উপস্থাপন করেছে যে, আমাদের কাছে যদি কোরআন শরীফ ও পাওয়া যেতো তাহলেও বলা হতো এটা জঙ্গীবাদী বা জিহাদী বই। যে বইগুলোকে জজ্ঞীবাদের দোহাই দিয়ে আমাদের উপর মামলা দেয়া হতো আমরা সে বইগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছি। শিক্ষার্থীরা দেখবে, তারাই সিদ্ধান্ত নিবে এসব জজ্ঞীবাদী বই নাকি আদর্শ মানুষ গড়ার বই। এই সিদ্ধান্ত যদি শিক্ষার্থীরা নিতে পারে, এই বইগুলো পড়ে যদি কোরআন, সুন্নাহর চর্চা করতে পারে তাহলে সমৃদ্ধ ও সোনালী একটি বাংলাদেশ গঠন করা সম্ভব। যে বাংলাদেশে কেউ দূর্নীতি করবে না, অন্যায় অপরাধের সাথে যুক্ত থাকবেনা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.