ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু সায়েম সরকার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ বন্ধু।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় জেলার সৈয়দপুর উপজেলা এলাকা থেকে আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, উপজেলার কুটিরডাঙ্গার একটি মামলায় আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
নীলফামারী সদর থানার ওসি মাহফুজুর রহমান সাঈদ জানান, শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে জেলা শহরের বাবুপাড়া ও জুম্মাপাড়া এলাকা থেকে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হোসেন জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ফরহাদ হোসেন ছাত্রলীগ কর্মী।
নীলফামারী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম শাহ আলম তমুর গ্যারেজে অগ্নিসংযোগ ও হামলা মামলায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নাজমুলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। ওসি জানান, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।