ডেস্ক রিপোর্ট: ২৪ এর আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে অভিযোগ করে গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই কাজে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২ জানুয়ারি) ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শিরোনামে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রাশেদ বলেন, ‘ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করছে, ড. ইউনূস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’
দেশ থেকে বৈষম্য দূর হয়নি বরং দিন দিন বাড়ছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘এই সরকারের আমলে কীভাবে পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ এলো? এর দায় ড. ইউনূসকে নিতে হবে।’
২৪ এর আন্দোলন চুরি হয়ে গেছে অভিযোগ করে রাশেদ প্রশ্ন তোলেন, ‘তিনি (ড. ইউনূস) কীভাবে বিদেশে একজনকে নিয়ে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন? ১৫ বছরের আন্দোলনে আমরা তাকে দেখিনি।’