মামুন আবদুল্লাহঃ পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে ভিডিও প্রতিবেদন ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।
রবিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ প্রদর্শনীর আয়োজন করেন বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।
বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক জুয়েল দাশের সভাপতিত্বে ইলেকট্রনিক্স জার্নালিজম ও ফটো জার্নালিজম কোর্সের আওতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব উল ওয়াদুদ আলম এবং প্রভাষক তাসলিমা আক্তার ইরিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন বিকাল ২টায় অনুষ্ঠানের সভাপতি প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। এরপর শিক্ষার্থীরা তাদের করা ভিডিও প্রতিবেদন ও তাদের ধারণকৃত ছবি প্রদর্শন করেন।
কোর্স শিক্ষক প্রশান্ত কুমার শীল তার বক্তব্যের শুরুতে শিক্ষার্থীদের কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, ফটো জার্নালিজম মানে শুধু ছবি তোলা নয়, ছবির মাধ্যমে গল্প বলা। অর্থবহ ছবি এবং অর্থবহ ক্যাপশন পুরো একটি গল্পের সমান। তাই শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মানসম্মত কাজে মনোযোগী হতে হবে।
প্রদর্শনী শেষে অনুষ্ঠানের সভাপতি জুয়েল দাশ বলেন, এটি শুধু শিক্ষার্থীদের কাজ প্রদর্শনের মঞ্চ নয়। এটি তাদের ভবিষ্যৎ সাংবাদিকতার দক্ষতা অর্জনের ধাপ। এটি তাদের কাজের প্রমাণ। তারা চেষ্টা করছে তাদের দক্ষতা প্রমাণ করতে। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তারা বাস্তব জীবনের বিভিন্ন দিক ধারণ করছে এবং তুলে আনছে। হাতে-কলমে শিখছে গণমাধ্যমের বিভিন্ন দিক। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের সৃজনশীল কাজকে উৎসাহিত করে আসছে। আর এই প্রদর্শনী তার একটি নিদর্শন।