দিনভর কাজের মধ্যে একটু অবসর পেয়ে জিরিয়ে নিতে গিয়ে অনেকেরই চোখ লেগে যায়। আর এই ভ্যাপসা গরমে এসির হাওয়া গায়ে লাগলে তো কথাই নেই। তবে কী না চুরি করতে এসে এসি-র ঠান্ডা হাওয়ায় ভারী হয়ে এল চোখ, আর গৃহকর্তার ঘরে ঘুমিয়েই পড়ল চোর! শেষমেশ পুলিশের ডাকে ঘুম ভাঙল চোরের। এমনই এক আজব কাণ্ড ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে।
স্থানীয় সূত্রের খবর, রবিবার লক্ষ্মৌয়ে এক বাড়িতে চুরি করতে ঢোকে এক চোর। বাইরে তখন খুব গরম। ঘেমেনেয়ে সেই বাড়িতে ঢুকে এসি মেশিনের দিকে চোখ যায় চোরের। চুরির কথা ভুলে দিব্যি এসি চালিয়ে দেদার ঘুম দেয়। নিমেষের মধ্যে হাওয়ার আরামে চোখ জুড়িয়ে আসে। চুরির কথা ভুলে কুশন নিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়ে সে।
লখনউয়ে ড. সুনীল পাণ্ডের বাড়িতে চুরি করতে ঢুকেছিল সেই চোর। কর্মসূত্রে সুনীল বারাণসীতে ছিলেন। রবিবার ফাঁকা বাড়িতে সুযোগ পেয়েই ঢুকেছিল চোর। কিন্তু চুরির আগেই যে দিব্যি ঘুম দেয় সে। এদিকে সুনীলের বাড়ির গেট খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাড়িতে ঢুকে দেখে মেঝের উপর চিৎ হয়ে গভীর ঘুমে রয়েছে চোর। পুলিশের লাঠির খোঁচায় সেই চোরের ঘুম ভাঙে।
ডিসিপি নর্থ জোন আর বিজয় জানিয়েছেন, চোরের এক হাতে এসি-র রিমোট, অন্য হাতে ফোন ধরা ছিল। মদ্যপ অবস্থায় চুরি করতে এসেই এসির হাওয়ায় চোর ঘুমিয়ে পড়েছিল, এমনটাই মনে করছে পুলিশ। হাতেনাতে চোরকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ।